৪৬তম বিসিএসে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮
logo
ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৪৬তম বিসিএসে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮

অনলাইন ডেস্ক
মে ৯, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভা শেষে বৃহস্পতিবার (৯ মে) এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ।

এই বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ১৬ জন। এরপর বেশি পদ আছে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।