প্রতিবছর ১৮ ডিসেম্বরকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিবছর ১৮ ডিসেম্বরকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭৩টি দেশে এক কোটি ২০ লাখ অভিবাসী আছেন।
তিনি আরও জানান, দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের 'গ' ক্রমিকে অন্তর্র্ভূক্তিকরণের অনুমোদন পেয়েছে। যেহেতু এটা আন্তর্জাতিকভাবে আইওএম’র তত্ত্বাবধানে পালন করা হয়, সেহেতু এখানে এটা ‘গ’ শ্রেণির দিবস হিসেবে পালনের জন্য গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441