অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ১২, ২০২০ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বহুল বিতর্কিত মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে অস্ত্র আইনের মামলায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শামীমা নূর পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

গত ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গেপ্তার অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সহযোগী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

গ্রেপ্তারের পর পাপিয়ার নরসিংদীর বাসায় এবং রাজধানীর হোটেল ওয়েস্টিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, জাল টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরে র‌্যাব পাপিয়া ও তার স্বামীর নামে চারটি মামলা দায়ের করে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।