আজ থেকে অবৈধ কোনো মোবাইল ফোন-সেট চলবে না। হ্যান্ডসেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট চালু করতে গেলে তা গ্রাহককে এসএমএস পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে।
তবে, বৈধ কাগজপত্র থাকলে, তা দিয়ে নিবন্ধনের সুযোগ দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। সংস্থাটি জানায়, গত ১ জুলাই থেকে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন- এনইআইআর চালু হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর নিবন্ধনের সেই সময় শেষ হয়েছে।
অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গত ডিসেম্বরে বিটিআরসির সঙ্গে চুক্তি করে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী ১২০ কার্যদিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করতে হবে সিনেসিসকে।
এর মধ্যে যে সেটগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো সার্ভারে সংযুক্ত হবে। নতুন যেসব সেট যুক্ত হবে, সেগুলো অবশ্যই বৈধ সেট হতে হবে। দেশে প্রতিদিন ১ লাখ ১০ হাজার নতুন মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হচ্ছে, যেগুলোর মধ্যে প্রায় ১০ শতাংশই অবৈধ ও নকল বলে ধরা পড়ছে। এ হিসাবে প্রতিদিন গ্রাহকের হাতে আসা হ্যান্ডসেটেরে মধ্যে ১১ হাজার অবৈধ ও নকল বলে চিহ্নিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441