পাকিস্তানের কাছে গতকাল এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই টোপ অর্ডারে নামে ধস। এরপর সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের জুটিতে ঘুরে দাড়ালেও এ দুজন সাজঘরে ফেরার পরই আবারো বিপর্যয় নামে লোয়ার অর্ডারে। শেষ পর্যন্ত ম্যান ইন গ্রিনদের ১৯৪ রানের টার্গেট দিলেও তারা ম্যাচটি জিতে নিয়েছে অনায়াসেই। এদিকে এমন হারের পর অধিনায়ক সাকিব নিজেদের বাজে ব্যাটিং প্রদর্শনীর সমালোচনাই করেছেন।
ম্যাচ শেষে নিজেদের এমন হার প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা কিছু বাজে শট খেলেছি। এমন উইকেটে ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারানো মোটেই ঠিক হয়নি। এ রকম উইকেটে এটা খুবই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী।’
মুশফিকের সঙ্গে তার জুটিতে দল ঘুরে দাড়ালেও পাকিস্তানের বিপক্ষে লড়াই করার মত পুঁজি পায়নি। এ জুটি আরেকটু বড় হলে স্বাগতিকদের সঙ্গে লড়াই করা যেত বলেও মনে করেন টাইগার অধিনায়ক। সাকিব বলেন, ‘আরও ৭-৮ ওভার থাকা দরকার ছিল, আমাদের জুটিটা আরও কিছুক্ষণ থাকলে লড়াই করার মতো স্কোর পাওয়া যেত। কিন্তু আমি আউট হওয়ার পর আর কোনো জুটিই হলো না।’
এদিকে ব্যাটিং বাজে হলেও বল হাতে টাইগার বোলাররা বেশ ভালোই করেছেন। অধিনায়কের কন্ঠেও তাই তাসকিন আহমেদ, হসরিফুল হোসেনদের নিয়ে ছিল প্রশংসা। সাকিব বলেন, ‘ওদের দলে তিন পেসার আছে, যারা কাজটা অনেক সহজ করে দিয়েছে ওদের জন্য। আমরাও বোলিং বিভাগে বেশ ভালো করছি। কিন্তু আমাদের ব্যাটিংটা কখনো ভালো হয়, কখনো খারাপ। পাকিস্তানের মতো আমাদের বোলাররাও কয়েক বছর ধরে ভালো বোলিং করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন উইকেটে যদি ব্যাটসম্যানরা ভুল না করে, আপনি উইকেট পাবেন না।’
এদিকে টুর্নামেন্টের এ পর্বে টাইগারদের নিজেদের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের বিপক্ষে হারলেও ৯ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে ফের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমি যখন সেখানে এলপিএল খেলেছিলাম, দেখেছি, পিচ কিছুটা ধীরগতির, কিছুটা উঁচু-নিচু। সেটা হয়তো আমাদের সাহায্য করবে। আশা করি, আমরা কলম্বোয় ভালো করব।’
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441