আল্লামা শফিকে হত্যার অভিযোগে হেফাজতের ৩৬ নেতার নামে মামলা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল্লামা শফিকে হত্যার অভিযোগে হেফাজতের ৩৬ নেতার নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১৮, ২০২০ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আল্লামা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আবু হানিফ গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন।

এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন হেফাজতের একাংশের নেতারা। আল্লামা শফির মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে আল্লামা শাহ আহমদ শফীর জীবনকর্ম, অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ অভিযোগ করেন, আহম্মদ শফীর মৃত্যু স্বাভাবিক নয়। মুফতি ফয়জুল্লাহর এ কথার পরই আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন আল্লামা শফির শ্যালক।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।