ঈদগাঁও বাজারে যত্রতত্র ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ছড়াছড়ি
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদগাঁও বাজারে যত্রতত্র ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ছড়াছড়ি

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
মার্চ ২০, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে চেয়ে গেছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার। যার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিদূর্ঘটনার আশংকা প্রকাশ করেন সচেতন বাজারবাসী।

বাজার ঘুরে দেখা যায়, ঈদগাঁও বাজারের যত্রতত্র স্থানের মধ্যে পশ্চিম গলির বেদার মার্কেটের প্রবেশ পথ আর ডিসি সড়কের নানা স্থানে বৈদ্যুতিক তারের ছড়াছড়ি বললেই চলে। পল্লী বিদ্যুৎ ঈদগাঁও অফিসের আওতাধীন বাজার এলাকায় নতুন বৈদ্যুতিক তার টাঙ্গানোর দাবী ।

এদিকে সামান্য ঝড়-বৃষ্টি আর বাতাস হলেই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার গুলো ছিড়ে দুর্ঘটনা আশংকা প্রকাশ করেন বাজারে আগত লোকজন। এমনকি এসব ঝুঁকিপূর্ণ তার গুলো এলোমেলো ভাবে জগাখিচুড়ির মত। বৈদ্যুতিক তারের জঞ্জাল যেন কাটছেনা বাজারবাসীর। তারপরেও পবিস কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন।

এ বিষয়ে ঈদগাঁও পবিসের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বাজারে আগত সর্বশ্রেণি পেশার মানুষ।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএমের মুঠোফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।