ফুটবল বিশ্বকাপের আর কয়েক মাস বাকি। ফুটবল ভক্তদের মাঝে উত্তেজনার পারদ তুঙ্গে। দলগুলোর খুঁটিনাটি জানতে আগ্রহের শেষ নেই তাদের। তারই ধারাবাহিকতায় দৈনিক বিবর্তন এর পাঠকদের আজকে জানাব ফুটবলের ৩২ দলের সবশেষ ব়্যাঙ্কিং।
গ্রুপ অনুযায়ী ৩২টি দলের ফিফা ব়্যাঙ্কিং
গ্রুপ ‘এ’
কাতার: ফিফা ব়্যাঙ্কিং: ৪৯ (সর্বোচ্চ: ৪২)
ইকুয়েডর: ফিফা ব়্যাঙ্কিং: ৪৪ (সর্বোচ্চ: ১০)
সেনেগাল: ফিফা ব়্যাঙ্কিং: ১৮ (সর্বোচ্চ: ১৮)
নেদারল্যান্ডস: ফিফা ব়্যাঙ্কিং: ৮ (সর্বোচ্চ: ১)
গ্রুপ ‘বি’
ইংল্যান্ড: ফিফা ব়্যাঙ্কিং: ৫ (সর্বোচ্চ: ৩)
ইরান: ফিফা ব়্যাঙ্কিং: ২৩ (সর্বোচ্চ: ১৫)
যুক্তরাষ্ট্র: ফিফা ব়্যাঙ্কিং: ১৪ (সর্বোচ্চ: ৪)
ওয়েলস: ফিফা ব়্যাঙ্কিং: ১৯ (সর্বোচ্চ: ৮)
গ্রুপ ‘সি’
আর্জেন্টিনা: ফিফা ব়্যাঙ্কিং: ৩ (সর্বোচ্চ: ১)
সৌদি আরব: ফিফা ব়্যাঙ্কিং: ৫৩ (সর্বোচ্চ: ২৩)
মেক্সিকো: ফিফা ব়্যাঙ্কিং: ১২ (সর্বোচ্চ: ৪)
পোল্যান্ড: ফিফা ব়্যাঙ্কিং: ২৬ (সর্বোচ্চ: ৫)
গ্রুপ ‘ডি’
ফ্রান্স: ফিফা ব়্যাঙ্কিং: ৪ (সর্বোচ্চ: ১)
অস্ট্রেলিয়া: ফিফা ব়্যাঙ্কিং: ৩৯ (সর্বোচ্চ: ১৪)
ডেনমার্ক: ফিফা ব়্যাঙ্কিং: ১০ (সর্বোচ্চ: ৩)
তিউনিসিয়া: ফিফা ব়্যাঙ্কিং: ৩০ (সর্বোচ্চ: ১৪)
গ্রুপ ‘ই’
স্পেন: ফিফা ব়্যাঙ্কিং: ৬ (সর্বোচ্চ: ১)
কোস্টারিকা: ফিফা ব়্যাঙ্কিং: ৩৪ (সর্বোচ্চ: ১৩)
জার্মানি: ফিফা ব়্যাঙ্কিং: ১১ (সর্বোচ্চ: ১)
জাপান: ফিফা ব়্যাঙ্কিং: ২৪ (সর্বোচ্চ: ৯)
গ্রুপ ‘এফ’
বেলজিয়াম: ফিফা ব়্যাঙ্কিং: ২ (সর্বোচ্চ: ১)
কানাডা: ফিফা ব়্যাঙ্কিং: ৪৩ (সর্বোচ্চ: ৩৩)
মরক্কো: ফিফা ব়্যাঙ্কিং: ২২ (সর্বোচ্চ: ১০)
ক্রোয়েশিয়া: ফিফা ব়্যাঙ্কিং: ১৫ (সর্বোচ্চ: ৩)
গ্রুপ ‘জি’
ব্রাজিল: ফিফা ব়্যাঙ্কিং: ১ (সর্বোচ্চ: ১)
সার্বিয়া: ফিফা ব়্যাঙ্কিং: ২৫ (সর্বোচ্চ: ৬)
সুইজারল্যান্ড: ফিফা ব়্যাঙ্কিং: ১৬ (সর্বোচ্চ: ৩)
ক্যামেরুন: ফিফা ব়্যাঙ্কিং: ৩৮ (সর্বোচ্চ: ১১)
গ্রুপ ‘এইচ’
পর্তুগাল: ফিফা ব়্যাঙ্কিং: ৯ (সর্বোচ্চ: ২)
ঘানা: ফিফা ব়্যাঙ্কিং: ৬০ (সর্বোচ্চ: ১৪)
উরুগুয়ে: ফিফা ব়্যাঙ্কিং: ১৩ (সর্বোচ্চ: ২)
দক্ষিণ কোরিয়া: ফিফা ব়্যাঙ্কিং: ২৮ (সর্বোচ্চ: ১৭)
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441