চলতি বছর (২০২০) প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) প্রবাহের ক্ষেত্রে বিশ্ব র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তর থেকে প্রকাশিত ‘কোভিড-১৯ ক্রাইসিস থ্রো মাইগ্রেশন লেন্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্বব্যাংক ওই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, এ বছর করোনার মধ্যেও দক্ষিণ এশিয়ার দুটি দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বছরের বাকি সময়েও দেশ দুটির রেমিট্যান্স প্রবাহের চলমান প্রবাহের ধারা অব্যাহত থাকবে। এ দুটি দেশের একটি বাংলাদেশ। আর বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে ৮ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূলত ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় বৈশি^ক করোনা প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাবে। ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স আসবে প্রায় ২০ বিলিয়ন ডলার। যা পরিমাণের দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে অষ্টম।
প্রতিবেদনে রেমিট্যান্স প্রবাহের শীর্ষ ১০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারত (৭৬ বিলিয়ন ডলার), দ্বিতীয় চীন (৬০ বিলিয়ন ডলার) আর তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো (৪১ বিলিয়ন ডলার)। তবে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের আগে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তান। তাদের রেমিট্যান্সের পরিমাণ হতে পারে ২৪ বিলিয়ন ডলার।
তবে পরিমাণের দিক থেকে ভারত তালিকার শীর্ষে থাকলেও এ বছর দেশটির রেমিট্যান্স নয় শতাংশ কমে গিয়েছে। যা বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে পাকিস্তানের রেমিট্যান্স বাড়বে ৯ শতাংশ।
এছাড়া মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বাংলাদেশ রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ। বাংলাদেশের জিডিপি ৬.২ শতাংশ।
এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নেপাল (২৩ শতাংশ), দ্বিতীয় অবস্থানে পাকিস্তান (৯.১ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীলংকা (৮.২)।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441