'তুচ্ছ' ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, কুবি শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে কাজী নজরুল ইসলাম হলের আব্দুল্লাহ করিম শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বিজনেস স্টাডিজ অনুষদের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রাফিকে পিঠে থাপ্পড় মেরে কেমন আছে জিজ্ঞেস করেন। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আব্দুল্লাহ করিমকে পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে দত্ত হলের রাফি। এরপর বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী খাবার দোকানে রাতের খাবার খেতে গিয়ে আবারও দুই পক্ষ মুখোমুখি হয়। সে সময় তাদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের আব্দুল্লাহ করিম ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের রাফিকে ফোন দেওয়া হলে কাউকে ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা দুই পক্ষকে নিয়ে বসেছি। তারা যেহেতু একই ব্যাচের সেহেতু তাদের মিলিয়ে দিয়েছি। দুই হলের সভাপতি-সাধারণ সম্পাদককে এ ব্যাপারে সতর্ক করেছি। তারা যদি হলের ছেলেদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি ঘটনাটা সম্পর্কে অবগত আছি। ঘটনাটি মিটমাট হয়ে গেছে। তাই আমরা কোনো ব্যবস্থার দিকে যাচ্ছি না। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নেব।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441