ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প ছেড়ে পালানোর সময় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। সোমবার (৪ এপ্রিল) ভোর ৫টায় থেকে দুপুর পর্যন্ত উখিয়ার বিভিন্ন জায়গা থেকে এবং উখিয়া থানার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

পালংখালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা স্থানীয়দের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের ক্যাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানছে না তারা। ক্যাম্পের নিরাপত্তাকর্মী থাকার পরও কীভাবে তারা বাইরে যাচ্ছে, এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের অনেকে ক্যাম্পের বাইরে গিয়ে মাদক, মানব পাচারসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। আবার অনেকে সাগরপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার জন্য যাত্রা করছে।

উখিয়ার হলদিয়া পালংয়ের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, রোহিঙ্গারা কীভাবে ক্যাম্প থেকে বের হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি অভিযান আরও জোরদার করলে রোহিঙ্গাদের মনে ভীতি সৃষ্টি হবে। এতে তারা আর ক্যাম্পের বাইরে যাওয়ার সাহস পাবে না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, ক্যাম্পের বাইরে ঘোরাফেরা করার সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় অনেকে বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়ার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে তাদের ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।