খাবারের মান যাচাইয়ে হলের ডাইনিং পরিদর্শনে রাবি উপ-উপাচার্য
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খাবারের মান যাচাইয়ে হলের ডাইনিং পরিদর্শনে রাবি উপ-উপাচার্য

রাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের ডাইনিং পরিদর্শন করেছেন উপ- উপাচার্য অধ্যাপক সুলতান-উল- ইসলাম। আজ রবিবার (০৬ ফেব্রুয়ারি) রাবির বঙ্গবন্ধু হল ও শের-ই বাংলা এ.কে ফজলুল হক হলের ডাইনিং প্রদর্শন করেন তিনি।

এসময় তিনি হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং হলের শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে সেগুলো লিপিবদ্ধ করেন। এছাড়া খাবারের মান, রান্নাঘর এবং ডাইনিং এর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

উপ- উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যাতে মানসম্মত খাবার পায় তার জন্য প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। তবে আমাদের বাস্তবসম্মত চিন্তা ভাবনা করতে হবে। শিক্ষার্থীরা তাদের প্রদানকৃত মূল্যের বিনিময়ে সর্বোচ্চ মানসম্মত খাবার পাচ্ছে কি না তা তদারকি করা হবে। ইতোমধ্যে হল প্রভোস্টকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থী এবং কর্মচারীদের সাথে আলোচনা করে খাবারের মান উন্নয়নে পদক্ষেপ নিতে। শিক্ষার্থীদের সুষম খাবার নিশ্চিত বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে৷

তিনি আরো বলেন, আমারা জেনেছি ছেলেদের এগারোটি হলের মধ্যে শুধু দু তিনটি হলের ডাইনিংয়ে ভীড় লক্ষ করা যায়। খাবারের মানের কেন এই তারতম্য তা জানতে ইতিমধ্যে হল প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। অতিদ্রুত সব হলগুলোর খাবার ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনা হবে।

এসময় প্রক্টর অধ্যাপক আসাবুল হক, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছেলেদের হলগুলো পরিদর্শন শেষে মেয়েদের হলে পরিদর্শন করা হবে। একইসাথে হলগুলোতে পরবর্তিতে প্রক্রিয়াটি কাজ করছে কিনা সেটি প্রশাসন কর্তৃক পরিদর্শন অব্যাহত থাকবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।