হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি কিংবা অবনতি কোনটিই হয়নি। চিকিৎসকরা এখন তাকে অবজারভেশনে রাখছেন।
সোমবার (১৩ জুন) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদের বরাত দিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল ঢাকা পোস্টকে বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ বিকেলে বৈঠক করেছেন। তারা জানিয়েন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ম্যাডামের নিবিড় পর্যবেক্ষণে থাকার ৭২ ঘণ্টা শেষ হবে। এরপরই চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন।
১১ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে সকালে তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক ধরা পড়লে রিং বসানো হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441