খুলনায় মাদক মামলায় নাসিমা আক্তার নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ৩ এর (খ) ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানাধীন চালনা বাজারের একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির দ্বিতীয় তলার বসিন্দা নাসিমা আক্তারের ঘর তল্লাশি করে তারা ৩০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
এ ব্যাপারে ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদর দক্ষিণ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে নাসিমাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই বছরের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441