প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাযথ গবেষণা না থাকলে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হতো। এ জন্য আমরা গবেষণা খাতে বেশি গুরুত্ব দিয়েছি। এটিই (গবেষণা) একটি দেশকে এগিয়ে নিতে পারে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, এনএসটি ফেলোশিপ’ এবং ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব বলেন।
তিনি গবেষকদের উদ্দেশে বলেন, গবেষণায় উদ্ভাবনী ক্ষমতা যেন মানুষের কল্যাণে হয়- এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সরকারীভাবেও পরবর্তীতে এসব গবেষণার অগ্রগতি পরিমাপ করা হবে। তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে গবেষকদের আরও কাজ করার তাগিদ দেন।
প্রধানমন্ত্রী শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তার সরকারের অবদানের কথা তুলে ধরে গবেষকদের দিক-নির্দেশনা প্রদান করেন।
১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার দেশে প্রথমবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বলে জানান প্রধানমন্ত্রী। তারপরও বিষয়টি নিয়ে বিএনপি সংসদে সমালোচনা করেছিল।
‘‘অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংস করেছিল। মেধাবীদের হাতে তারা অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়েছিল।’’
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় পরিকল্পনা প্রণয়ণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে অনুযায়ী কাজ করার পরামর্শ দেন।
তিনি বলেন, বাংলাদেশকে কেউ কোন দিন দাবায়ে রাখতে পারবে না, আত্মবিশ্বাসের সাথে কাজ করে এগিয়ে যেতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441