বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কত পেল?
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কত পেল?

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ১৭, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতুন চ্যাম্পিয়ন পেল বিশ্ব। টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসির পক্ষ থেকে পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। সে অনুযায়ী বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া দল পেয়েছে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি টাকা। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে এর অর্ধেক। অর্থাৎ, কিউয়িরা পেয়েছে ৮ লাখ মার্কিন ডলার বা ৭ কোটি টাকা।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ইংল্যান্ড ও পাকিস্তান চার লাখ মার্কিন ডলার বা সাড়ে ৩ কোটি টাকা করে পেয়েছে। সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া আটটি দল- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া ৭০ হাজার মার্কিন ডলার করে পেয়েছে।

প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া চারটি দল ওমান, পাপুয়া নিউ গিনি, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড ৪০ হাজার মার্কিন ডলার বা ৩৫ লাখ টাকা করে পেয়েছে।

আইসিসি’র বাইরেও প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার করে বোনাস অর্থ দেওয়া হয়েছে। সে হিসেবে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউজিল্যান্ড সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদা করে বোনাস অর্থ পেয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।