বরগুনার তালতলীতে জাগোনারীর ’র আয়োজনে রাইট টু গ্রো (আরটুজি) প্রকল্পের অবহিতকরণ সভা নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ ফেব্রুয়ারী ২০২২ ইং বৃহস্পতিবার জাগোনারীর’র আয়োজনে রাইট টু গ্রো (আরটুজি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছর ব্যাপী চলমান এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, কর্ম এলাকার ৫ বছর কম বয়সী সকল শিশুদের পুষ্টি সমৃদ্ধ হিসাবে গড়ে তোলা।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:দুলাল ফরাজী ,সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ। এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি অংশগ্রহণ করেন। প্রকল্পটি বরগুনা জেলার তালতলী উপজেলায় সাতটি ইউনিয়নে বাস্তবায়িত হবে।
শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন নুসরাত জাহান , ইউনিয়ন ফ্যাসিলিটেটর (আরটুজি) প্রকল্প । জাগোনারীর কার্যক্রম ও (আরটুজি) প্রকল্পের সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রদান করেন মোঃ রফিকুল ইসলাম , প্রকল্প সমন্বয়কারী (আরটুজি) প্রকল্প।
পরবর্তীতে সভায় সকল অংশগ্রহণকারী মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।
সভা শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সব ধরণের সহযোগিতা প্রদান এবং বাস্তবায়নকারী সংস্থাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধন্যবাদ জ্ঞাপন করেন।
চলতি মাসে তালতলী উপজেলার সবগুলো ইউনিয়নেই আরটুজি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441