তিনি এর আগেও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়ীত্ব পালন করেছন।
তারই পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ২০২২, রোজ : শনিবার, বঙ্গবন্ধু কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন বার বার নির্বাচিত সাংসদ, সাবেক মন্ত্রী ও বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন রগুনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির সহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
বর্ধিত সভায় যারা বক্তব্য প্রদান করেন সকলেই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতার জন্য আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবিরের নাম প্রস্তাব করেন।
যারা বক্তব্য রাখেন তারা হলেন, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতী ও ৬নং বুড়িরচর ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র-এবিএম গোলাম কবির, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যন সাইতুল ইসলাম লিটু মৃধা, এবং তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন, দলের ভিতরে কিছু দলীয় শত্রু ডুকেছে যারা দলীয় শৃংখলা নষ্ট করার জন্য বিভিন্ন শত্রুতা করতেছে এদের চিহ্নিত করতে হবে। তিনি আরও বলেন ছাত্রলীগের জেলা কমিটি নিয়ে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে এবং তারই পরিপ্রেক্ষিতে সাধারন মানুষ ফুঁসে উঠেছিল তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই কমিটি করেছে কিন্তু কাউন্সিল করেন নাই এবং নেত্রী যে ৫ টি বিষয় মাথায় রেখে নেতা নির্বাচন করতে বলেছেন তা কেন্দ্র্রীয় ছাত্রলীগ না মেনে এই দুর্বল কমিটি করেছেন, আমরা জেলা আওয়ামী লীগ এই কমিটি মানবো না। উক্ত সভায় ২টি শোক প্রস্তাব গৃহিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441