জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীকে ৫ বছরের কারাদণ্ড
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীকে ৫ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন.কম
নভেম্বর ৩, ২০২০ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে লিলিফা বানু নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে নিজ বাড়িতে লিলিফা বানু রাতে ঘমিয়ে ছিলেন। এসময় একই গ্রামের রুহুল আমিন কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে আদালত মামলাটি পুলিশী তদন্তে পাঠায়।

পরে তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিনকে শায়েস্তা করতে মিথ্যা মামলা দায়ের করেন লিলিফা বানু। বিষয়টি আদালতে প্রমাণ হওয়ায় ওই নারীকে মিথ্যা মামলা করার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মামলার আসামি রুহুল আমিনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।