জয়ার বয়স কত? ৩৯ নাকি ৪০ বছর
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ার বয়স কত? ৩৯ নাকি ৪০ বছর

বিনোদন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (১ জুলাই ২০২২) জয়া আহসানের জন্মদিন। আর বরাবরের মতোই জয়া আহসানের জন্মদিনকে কেন্দ্র করে একটি অন্য বিতর্ক উস্কে ওঠে। জয়ার বয়স কত? এর সঠিক তথ্য আজও কারও জানা নেই। আর সেটার প্রধান কারণ, তার কাছে বয়স শুধুমাত্র একটি সংখ্যা! যে সংখ্যা নিয়ে মোটেও বিচলিত নন তিনি, সেটা হোক নয় কিংবা নব্বই!

বরাবরই জয়া আহসানের জন্মদিনকে কেন্দ্র করে একটি অন্য বিতর্ক উস্কে ওঠে। মজারচ্ছলেই কেউ কেউ প্রশ্ন করেন, ‘জয়ার বয়স কত?’ বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেটভিত্তিক বহুভাষী উন্মুক্ত বিশ্বকোষ ‘উইকিপিডিয়া’র তথ্যমতে জয়ার ৩৮ বছর পূর্ণ হয়েছে। বছর তিনেক আগে এই মুক্ত তথ্য ভাণ্ডার থেকে জয়ার বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল জয়ার বয়স ৪৬! এমন তথ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয় জয়া আহসানকেও।
এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম জয়ার ‘বয়স ৫০ ছুঁই ছুঁই’ এই শিরোনামেও সংবাদ প্রকাশ করেছে। এরকম প্রত্যেক জন্মদিবসেই বিব্রত হতে হয় জয়াকে। তবে এর আগেও বয়স নিয়ে বিভ্রান্তি দূর করেন জয়া। সেসময় জানিয়েছিলেন,‘আমি প্রথম ও শেষবারের মতো সবার উদ্দেশে বলতে চাই: বয়স নয়। একজন শিল্পীর প্রকৃত পরিচয় হওয়া উচিত তার কাজে।’
তিনি আরও বলেছিলেন, ‘৪৬ কিংবা ৫৬ কিংবা তার চেয়েও বেশি বয়স হলেই অভিনেত্রীরা কাজের অযোগ্য কিংবা তারুণ্যদীপ্ত চরিত্রে অভিনয় করতে পারবেন না-এমন ধারণা বিশ্বের কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিই পোষণ করে না। তাই ব্যক্তি জয়া আহসানের যে বয়স, তা নিয়ে আমি এতটুকু বিচলিত নই। সত্যিই, জয়া তার উচ্চারিত কথার মতোই নিজেকে পরিচালিত করেছেন। অন্তত তার ক্যারিয়ার গ্রাফ সেটাই বলে। তার ধারাবাহিক অসাধারণ সব কাজের কাছে নত হয়েছে সব কিছু।
২০০৪ সালে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে সিনেমার দুনিয়ায় পা রাখেন জয়া আহসান। পরবর্তীকালে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিতে বিলকিস বানু চরিত্রে অভিনয় করে। ২০১২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। পরিচালক অরিন্দম শীলের হাত ধরে টলিপাড়ায় পা রাখেন জয়া। অভিনয় করেন আবর্ত ছবিতে।

পরবর্তীকালে জয়া অবশ্য সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, অতনু ঘোষ সহ টলিপাড়ার একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’-এর ছবিতে জয়ার অভিনয় এপার বাংলার মানুষের মনেও জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি, বাংলাদেশে জয়ার একটি নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে, নাম  ‘C-তে সিনেমা’। ২০১৮ সালে জয়ার প্রযোজনা সংস্থার তরফে প্রথম ছবি ‘দেবী’ মুক্তি পায়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।