ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সাপের দংশনে মান্দিয়া আইডিয়াল কলেজের দফতরি সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপসতালে তিনি মারা যায়। সাইফুল ইসলাম উপজেলার মান্দিয়া গ্রামের মৃত শরিফুল মালিথার ছেলে।
মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে তাকে সাপে কামড় দেয়। পারিবারিক লোকজন গতকাল বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপসতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যায়।
পারিবারিক সুত্র বিলছ, পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসা দেন। পরে কুষ্টিয়া সদর হাসপসতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441