সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, লাইকি, বিগো লাইভ অ্যাপস বন্ধ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন।
বুধবার (৩০ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন জে আর খান রবিন।
রিটে স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী গণমাধ্যমকে জানান, লাইকি, বিগো লাইভ ও টিকটক অ্যাপস ব্যবহারের মাধ্যমে যুবসমাজ বিপথে যাচ্ছে। টিকটকের ফাঁদে পড়ে উঠতি প্রজন্ম অপরাধে জড়িয়ে পড়ছে। টিকটকে অভিনয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মত ঘটনাও ঘটছে। তারপরও প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এর আগে গত ৮ অক্টোবর বিগো লাইভ, টিকটক ও লাইকি অ্যাপ বন্ধ বা নিষিদ্ধ ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441