ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে এবার তরুণীদের দলবেঁধে ধূমপান
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে এবার তরুণীদের দলবেঁধে ধূমপান

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১২, ২০২০ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর সার্কিট হাউজ রোডে বন্ধুর পাশে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে সম্প্রতি স্থানীয় কিছু মানুষের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ওই ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় একই স্থানে বেশ কয়েকজন তরুণী ধূমপান করে সেই ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন।

এসময় ওই স্থানে হট্টগোল সৃষ্টি হয়। এক যুবককে তরুণীদের প্রকাশ্যে ধূমপানের প্রতিবাদ জানিয়ে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তিনি ওই তরুণীদের জানান, প্রকাশ্যে ধূমপান নিষেধ সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। তবে তরুণীদের দাবি তারা গান করছিলেন। এসময় তাদের কেউ কেউ সেখানে ধূমপান করেছেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা প্রতিবাদেরই একটি অংশ বলেও স্বীকার করেন এক তরুণী।

উল্লেখ্য, গত রোববার বিকালে বন্ধুর পাশে বসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সার্কিট হাউস রোডের ফুটপাতে ধূমপান করছিলেন। তখন তাকে গিয়ে প্রথমে বাধা দেন শহিদ হোসেন বারেক নামের এক ব্যক্তি। এনিয়ে তকাতর্কির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আমরা ওই তরুণীর বিষয়টি জানি। ভিডিওটিও দেখেছি। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।