বরগুনার তালতলী উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত। জানা গেছে, কড়ই বাড়িয়া ইউপি উপ-নির্বাচনে তিন জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী
ইব্রাহিম শিকদার (পনু) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ মাস্টার কে সমার্থন দিয়েছেন, বি এন পি নেতা দলীয় প্রতিক না নিয়ে ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ মুনসুর মাওলানা, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটার উপস্থিত লক্ষ করা যাচ্ছে।
নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ আনসার সদস্য, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট , মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441