বরগুনার তালতলীতে প্রার্থীর পরিবারের ১৫ জন ভোটারের ভোট গ্রহন না করে মেম্বার প্রার্থীকে হারানো ও ফলাফল পুনঃ গননার দাবী জানিয়ে মানব বন্ধন করেছেন ২নং ছোটবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনগণ।
শনিবার(১৮জুন) সকালে উপজেলার মুক্তি যোদ্ধা সড়কে প্রায় ৩০মিনিট ব্যাপি এ মনববন্ধনে হারুন তালুকদার বলেন,গত (১৫ জুন) বুধবার ইউপি নির্বাচনে আমার পরিবারের লোকজন ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি সহকারী প্রিজাইডিং অফিসার মেশিনে অঙ্গুলের ছাপ দিলে ছবি না আশায় ভোট নেননি। প্রিজাইডিং অফিসারের কাছে আইডি কার্ড ও ভোটার নম্বর দেওয়া হলেও পরে ভোট নিবে বলে সময় ক্ষেপন করে বের করে দেন। পরিবারের ১৫ ভোটার ভোট দিতে না পারায় প্রার্থী আমি মাত্র ৪ ভোটে হেরেছি। আমাকে সরযন্ত্র মুলক হারানো হয়েছে আমি আমার পরিবারের ১৫ টি ভোট দেওয়ার দাবি জানাই।
এ বিষয় পচাকোরালিয়া ছোটবগীর রিটানিং কর্মকর্তা আবু ইউসুফ বলেন, যদি প্রার্থীদের কোনো অভিযোগ থাকে তাহলে নির্বাচনী আদালতের মামলা করতে পারবে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441