তালতলীতে সূর্যশিখা ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে তারুণ্যের মেলা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তালতলীতে সূর্যশিখা ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে তারুণ্যের মেলা

জেলা প্রতিনিধি (বরগুনা)
অক্টোবর ৩০, ২০২০ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

জরুরী রক্তের প্রয়োজনে,আমরা আছি আপনার পাশে “স্লোগান নিয়ে আজ (শুক্রবার )তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সূর্য শিক্ষা ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে তারুণ্যের মেলা।

এ কর্মসূচির উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ারা হোসেন স্বপন, কামরুজ্জামান রাজু, ইমরান মামুন উপজেলার নেতৃবৃন্দ । মানুষের জীবন বাঁচাতে এ উদ্যোগ নিয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন।

সূর্যশিখা

তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে সরোয়ার হোসেন স্বপন দিনভর উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করেন। স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে শুধুমাত্র তরুণদের অংশগ্রহণের সুযোগ ছিল।

এ সময় সরোয়ার হোসেন স্বপন বলেন, ‘ক্যান্সার, গর্ভবতী মা, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসায় জরুরিভাবে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। যে কারণে আমাদের রক্তদান কর্মসূচির উদ্যোগ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।