বরগুনার তালতলী উপজেলা প্রশাসনসহ অধিনস্ত সকল দপ্তরের পজেটিভ সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন ৬টি সাংবাদিক সংগঠন। প্রশাসন সহ সকল দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে নিউজ চলবে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলার ৬টি সাংবাদিক সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং তালতলী উপজেলায় প্রশাসনের আয়োজনে জাতীয় প্রোগ্রামসহ বিভিন্ন সভা ও সমাবেশে সাংবাদিকদের অবমূল্যায়ন করা হচ্ছে প্রতিনিয়তই। বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিজেদের ব্যর্থতা ও অনৈতিক কর্মকান্ড আড়াল রাখতে প্রকৃত সাংবাদিকদের এড়িয়ে চলছেন। এতে উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ প্রাপ্তি থেকে সাংবাদিকরা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সরকারের উন্নয়ণ কাজের চিত্র সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।
অন্যদিকে উপজেলা প্রশাসনের অধিনে থাকা বিভিন্ন দপ্তরের সভা ও কর্মকাণ্ডে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন কি সঠিক তথ্য দিতে কালক্ষেপণ ও নানা অজুহাত তৈরিতে জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা যথা সময়ে সংবাদ পরিবেশনে ব্যর্থ হচ্ছেন। এই সকল বিষয়ে সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের পজেটিভ সব ধরনের নিউজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া দুর্নীতির নিউজ চলতে থাকবে।
এ সময় প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাওলানা ইউসুফ আলী,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাওলানা জুবায়ের হোসেন,সাধারণ সম্পাদক জলিল আহম্মদ, সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মু. আ. মোতালিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441