তালতলী বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের বাধা
logo
ঢাকা, শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলী বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের বাধা

মাহমুদুল হাসান, তালতলী
সেপ্টেম্বর ২, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

তালতলীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশি বাধা উপেক্ষা করে আলোচনা সভা ও র‍্যালী করেছে বিএনপি।

আজ শুক্রবার সকাল ১১ টার দিকে মাছ বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেন।

বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, দলীয় কার্যালয় আমরা দলীয় নেতাকর্মীরা বের হওয়ার পথে পুলিশ তাঁদের বাধা দেন। এ সময় দলের নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ড হয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে শহরে মিছিল করেন তাঁরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।

উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এস এম হুমায়ূন আহমেদ অভিযোগ করেন বলেন, সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে। মানুষের কথা বলতে রাস্তায় নামলে পুলিশ বাধা দিচ্ছে। মানুষের ভাত ও কাপড় নিশ্চিত করতে হলে এই সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, বিএনপি`র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শান্তিপূর্ণভাবে ব্যক্তিগত কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় ও র‍্যালী করলে পুলিশ এসে আমাদের বাধা দেয়। এ সময় তারা লাঠিচার্জ করেন। তবে আমাদের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে কার্যালয় অবস্থান করেন। পরে আমরা আমাদের দলীয় আলোচনা সভা ও র‍্যালী সম্পন্ন করি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, বিএনপির মিছিলে কোনো বাধা দেওয়া হয়নি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।