ডেমিয়েন রাভুর যে বলটা স্কয়ার লেগে ক্যাচ দিলেন মাহমুদউল্লাহ, সে বলটা ছিল কোমরের কাছাকাছি উচ্চতায়। নো বল কিনা, তাই পরখ করতে সিদ্ধান্ত গিয়েছিল তৃতীয় আম্পায়ারের কাছে।
টিভি রিপ্লেতেও বোঝা যাচ্ছিল, মাহমুদউল্লাহ আউট। কিন্তু এরপরই জায়ান্ট স্ক্রিনে সিদ্ধান্ত এল নট আউট, সবাইকে চমকে দিয়ে! দুই সেকেন্ড পরই অবশ্য সেই সিদ্ধান্ত গেল বদলে। সেকেন্ডের ব্যবধানে সে সিদ্ধান্ত বদলের কারণেই হয়তো, একটু দ্বিধা নিয়েই মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে রাভুর বলে স্কয়ার লেগে চাদ সপারকে ক্যাচ দেওয়ার আগে যা করেছেন মাহমুদউল্লাহ, সেটা বাংলাদেশকে বড় রানের দিশা দেওয়ার জন্য যথেষ্ট। সাকিব-লিটনের গড়ে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে ২৮ বলে ৫০ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। যার ফলে ১৭০ ছোঁয়া রান আশা দেখাচ্ছে বাংলাদেশকে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441