ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন আগের নির্বাচনের চেয়ে স্বচ্ছ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (০৮ জুন) নির্বাচন ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
এসময় তিনি রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার একটা পথ বের হয়ে আসবে বলেও আশার কথা জানান।
সাক্ষাত শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নির্বাচনে কে জিতবে না জিতবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই। তবে ভোট অংশগ্রহণমূলক হবে- এমন প্রত্যাশা করছেন পিটার হাস।
তিনি বলেন, আগামীতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চায় তার দেশ। আর সেই নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক সমঝোতার প্রত্যাশা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441