আসন্ন রমজান মাসে স্কুল খোলা রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকরা। তারা পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার দাবি জানিয়েছেন। তারা বলছেন, স্কুলের বার্ষিক ছুটির তালিকায় পরিবর্তন এনে ১০ বা ১৫ রোজা পর্যন্ত স্কুল খোলা রাখা একটি হঠকারী সিদ্ধান্ত।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন অভিভাবক মহল’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে সচেতন অভিভাবক মহলের পক্ষ থেকে প্রায় ২০-২৫ জন অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় তারা পুরো রমজানে স্কুল ছুটি দেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, আমরা চাই আমাদের সন্তানরা রমজান মাসে ঠিকমতো সিয়াম সাধনা করুক। কিন্তু কিছুদিন আগে, হঠাৎ করে ছুটি বাতিল করে বলা হলো, রমজানে স্কুল খোলা থাকবে। সিয়াম সাধনার মাসে এ ধরনের সিদ্ধান্ত অভিভাবক ও শিক্ষার্থীদের মারাত্মক হতাশ করেছে।
মানববন্ধনে অভিভাবক মুহম্মদ জাইদুল ইসলাম বলেন, আমি আমার সন্তানকে ছোট বেলা থেকেই রোজা রাখতে উৎসাহিত করি। কিন্তু রমজান মাসে বাচ্চাদের নৈতিকতা চর্চার সুযোগ না দিয়ে, যদি ক্লাস-পরীক্ষায় ব্যস্ত রাখা হয়, তবে তারা নৈতিকতা শিখবে কীভাবে? রমজান মাস তাকওয়া অর্জনের মাস, ক্লাস-পরীক্ষার মাস না। আমরা বাচ্চাদের পড়ালেখা করিয়ে বিদ্যান করছি ঠিক, কিন্তু সজ্জন বা চরিত্রবান করতে পারছি না।
আরেক অভিভাবক মুহম্মদ ফারুক বলেন, আমাদের মধ্যে অনেককে বলতে শুনি, নতুন প্রজন্ম নাকি অসুস্থ প্রজন্ম হয়ে বেড়ে উঠছে। কথাটা ভুল না। শিক্ষার্থীদের নৈতিকতা চর্চায় বাধা দেওয়া অসুস্থ প্রজন্ম তৈরির মূল কারণ।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441