গত ২২/০৩/২০২১ইং তারিখে মেহেরপুর থেকে প্রকাশিত "মেহেরপুর প্রতিদিন" পত্রিকাসহ বিভিন্ন অন-লাইনে জি,টি ডিগ্রী কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে "কোটচাঁদপুর দুই কলেজ শিক্ষকের অভিনব জালিয়াতি; ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ" শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
একটি মহল দির্ঘদিন ধরে নামে-বেনামে কলেজের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উক্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিরিক্ষক জনাব এনামুল হক ২০১৩ সালে কলেজে এসে নিরিক্ষা করে প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনে আমাদের সার্টিফিকেট, নিয়োগ ও পদোন্নতির বিষয়ে কোন অসংগতি পান নাই। তারপরও কলেজের স্থানীয় সমাজ-বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল ওয়াহেদ ২০১৪ সালে ৪৯/১৪নং মামলা ঝিনাইদহ আদালতে দাখিল করে এখনও চলমান রেখেছেন।
উক্ত অভিযোগের কোন ভিত্তি ও সত্যতা নেই। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ আব্বাস আলী, কাজী মোফাজ্জেল হোসেন ও আসলাম আহম্মেদ। জি,টি ডিগ্রী কলেজ,তালসার। কোটচাঁদপুর। ঝিনাইদহ।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441