বরগুনার তালতলীতে ফসলের সাথে শত্রুতা করে কৃষকের তিন বিঘা জমির মুগডাল গাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা।
গতকাল রবিবার (০৩ এপ্রিল) গভীর রাতে উপজেলা মধ্য নিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নে মধ্য নিদ্রা এলাকার কৃষক মোস্তফা কামাল নিজের তিন বিঘা (১০০ শতাংশ) জমিতে মুগডাল চাষ করছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে জমিতে মুগডালের ভালো ফলন হয়েছিলো। কিছুদিন পরের এই মুগডালে ঘরে আসতো। এরই মধ্যে পূর্বশত্রুতার জের ধরে রবিবার রাতে কে বা কাহারা চাষি মোস্তফা কামালের তিন বিঘা জমিরই মুগডাল গাছ তুলে ক্ষেতেই ফেরে রেখে যায়। এতে ওই কৃষকদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত বছর এক বিঘা জমিতে মুগডালের ভালো ফলন হয়। এজন্য ঔ কৃষক এনজিও থেকে ঋন নিয়ে এবছর তিন বিঘা জমিতে মুগডাল চাষ করেন। এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার পুলিশের একটি টিম।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা কামাল বলেন, আমি ঋন নিয়ে এই মুগডাল চাষ করি। আমাকে আজ সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দেয় আমার ক্ষেতের মুগডাল গাছ তুলে ফেলেছে কে বা কারা। পরে ক্ষেতে এসে দেখি আমার সব সর্বনাশ হয়ে গেছে। পূর্বশত্রুতার জের এমন হতে পারে বলে ধারণা করেন তিনি। আমি এই ঘটনার বিচার চাই।
স্থানীয় সাবেক ইউপি সদস্য হায়দার আলী বলেন, খুব কষ্ট করে কৃষক মোস্তফা কামাল এই মুগ ডাল চাষ করেন। পূর্ব শত্রুতার কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441