ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করে বেশ বিপাকে পড়েছিলেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। হত্যার হুমকি দেওয়া হয়েছিল তাকে। এবার ফিলিস্তিনকে সমর্থন করায় গ্রেফতার করা হলো ইসরায়েলি গায়িকা দালাল আবু আমনেহকে।
উত্তর ইসরায়েলের নাজারেথ শহর থেকে আবু আমনেহকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
ওই বিবৃতিতে জানানো হয়েছে, জনপ্রিয় গায়িকা দালাল আবু আমনেহকে গত সোমবার গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। চলমান যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে তাকে।
ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ‘আরব সমাজের প্রভাবশালী এই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন। এসব পোস্টে ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি। প্রথমে তাকে আটক করে থানায় আনা হয়, জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। জননিরাপত্তা লঙ্ঘন হওয়ার আশঙ্কা থেকে এ গায়িকাকে গ্রেপ্তার করা হয়েছে।’
জানা গেছে, আমনেহ একটি দাতব্য সংস্থায় কাজ করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন। সেখানে আরও লিখেছিলেন, স্রষ্টা আমাকে সাহায্য ও করুণা দিন এবং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।
এরপরই জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় গায়িকাকে। গায়িকার পাশাপাশি তিনি একজন ডাক্তার। ব্যক্তিগত জীবনে কবি আনন আব্বাসীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441