অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার সংক্রমণ, মৃত্যু ও আক্রান্তের হার কম। সুস্থতার হার বেশি। শতকরা ৮০ থেকে ৮২ ভাগ করোনা-আক্রান্ত ব্যক্তি সুস্থ হচ্ছেন।
এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় পাকা-কাঁচা মালের আড়তের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা জানান। বলেন এই সফলতার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার নেতৃত্বেই স্বাস্থ্য বিভাগ সঠিকভাবে কাজ করছে বলেই এটা সম্ভব হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন , শীত মৌসুমে সংক্রমণ বাড়তে পারে। তিনি জানান গত কয়েকদিনে করোনার সংক্রমণ, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এসময় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হলে সকলকে মাস্ক পড়তে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, মানিকগঞ্জের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণের লক্ষ্যে এই আড়ত স্থাপন করা হয়েছে। আড়তে তিন শ দোকান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441