বেনাপোলে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক ৪
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক ৪

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ১৫, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে ১৫০০ বোতল ফেনসিডিলসহ চার যুবককে আটক করেছে বিজিবি। রোববার সকালে সাদিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোলের সাদিপুর গ্রামের কাশেম আলীর ছেলে মিজানুর রহমান (২৯), একই গ্রামের আফসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২৫), নূর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০) এবং বড় আচড়া গ্রামের সিরাজ খালাশীর ছেলে মোহন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা গণমাধ্যমকে জানান, ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সাদিপুর সীমান্ত দিয়ে পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে টহল জোরদার করা হয়। পরে সাদিপুর সীমান্ত থেকে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।