ভারতীয় বিমান উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত খালিস্তানি জঙ্গিগোষ্ঠী ‘শিখ ফর জাস্টিস’। দিল্লি থেকে রওনা করা এয়ার ইন্ডিয়ার বিমান লন্ডনে নামতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছে জঙ্গিরা।
বৃহস্পতিবার ‘শিখ ফর জাস্টিস’ নামের সংগঠনটি এ হুমকি দেয়।
এঘটনার পরই দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া হুমকির আদ্যোপান্ত তদন্তে নমেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের শীর্ষকর্তা রাজীব রঞ্জনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, নিষিদ্ধ খালিস্তানি জঙ্গিগোষ্ঠী ‘শিখ ফর জাস্টিস’ এই হুমকি দিয়েছে। সংগঠনটির প্রধান গুরুপ্রতাব সিংহ পান্নু একাধিকবার ফোন করে এ হুমকি দিয়েছেন।
এর আগে ২০১৯ সালে ‘শিখ ফর জাস্টিস’ সংগঠনকে জঙ্গিবাদী আখ্যা দিয়ে নিষিদ্ধ করে ভারত। তবে ১৯৮৪ সালের আজকের দিনে (৫ নভেম্বর) শিখ দাঙ্গার ৩৬তম বর্ষপূর্তি। ধারণা করা হচ্ছে, দাঙ্গা প্রতিশোধ নিতেই সংগঠনটি এ হুমকি দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441