ভারত সরকারের তথ্য অনুযায়ী দেশে নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে। দেশটিতে প্রতিদিন ধর্ষণের শিকার হন অন্তত ৮৬ জন নারী। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) তাদের ২০২১ সালের জরিপ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে নারীদের বিরুদ্ধে অপরাধের হার ১৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
এনসিআরবির প্রতিবেদন অনুসারে, ভারতে ২০২১ সালে নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ২৭৮। এর মধ্যে ধর্ষণ সংক্রান্ত মামলার সংখ্যা ৩১ হাজার ৬৭৭টি। সেই হিসেবে ভারতে প্রতিদিন অন্তত ৮৬ জন নারী ধর্ষণের শিকার হন। এ ছাড়া, দেশটিতে প্রতি ঘণ্টায় নারীর বিরুদ্ধে অপরাধের জন্য ৪৯টি মামলা দায়ের করা হয়।
ধর্ষণের ঘটনার ক্ষেত্রে এগিয়ে রাজস্থান। রাজ্যটিতে বিগত বছরে ধর্ষণের শিকার হয়েছেন ৬ হাজার ৩৩৭ জন। রাজস্থানের পরেই মধ্যপ্রদেশের অবস্থান। রাজ্যটিতে ২০২১ সালে ধর্ষণের শিকার হয়েছেন ২ হাজার ৯৪৭ জন। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মহারাষ্ট্রে গত বছর ধর্ষণের শিকার হয়েছেন ২ হাজার ৪৯৬ জন। এরপরের স্থান দুটি উত্তর প্রদেশ ও দিল্লির। রাজ্যটি দুটিতে গত বছরে ধর্ষণের শিকার হয়েছেন যথাক্রমে ২ হাজার ৮৪৫ এবং ১ হাজার ২৫০ জন। তবে ভারতীয় শহরগুলোর মধ্যে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হন দিল্লিতেই। আর সবচেয়ে নারীদের জন্য নিরাপদ শহর কলকাতা।
এদিকে, নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের ক্ষেত্রে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। প্রতি লাখ হিসাবে ভারতে নির্যাতিতার গড় ৬৪.৫। এই গড় অনুযায়ী গোটা দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আসামের। রাজ্যটিতে প্রতি লাখে গড়ে ১৬৮ দশমিক ৩ জন নারী নির্যাতিতা হন। এরপরই কেন্দ্রশাসিত দিল্লি এবং তারপরই ওডিশার অবস্থান।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441