ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মেডিক্যালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর আগে নুরসহ ছয়জনকে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ। নুরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছিলেন তারা।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, রাত পৌনে ১০টার দিকে পুলিশ পাহারায় ভিপি নুরসহ দুইজনকে একটি মাইক্রোবাসে করে মেডিক্যালে নিয়ে আসা হয়।
তারা বর্তমানে চিকিৎসাধীন।
সোমবার রাতে বিক্ষোভ করার সময় নুরসহ ছয়জনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441