মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় রাবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন তারা। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
পরে মহান মুক্তিযুদ্ধ, ২৫ শে মার্চের গণহত্যা বিষয়ে এক আলোচনা সভা করা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি নুরুজ্জামান খান, সহ-সভাপতি তাপস কুমার সরকার, সম্মানিত সদস্য সুব্রত গাইন ও শামীম রেজা।
নুরুজ্জামান খান বলেন, সরকারি হিসেবে ৩০ লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হবার কথা বলা থাকলেও সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় সংখ্যাটা আরও বেশি ৩৫ থেকে ৩৬ লক্ষ এর মতো। একটা দেশের জাতিসত্তাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে এ এক পৈশাচিক পরিকল্পনা। আপনাদের প্রতি আমার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ে আরও বেশি অধ্যয়ন ও গবেষণা এবং একজন গণমাধ্যমকর্মী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে লেখনীর মাধ্যমে তা ফুটিয়ে তুলবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস, কোষাধ্যক্ষ মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান ইমতিয়াজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441