প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে ১৩ মার্চ সোমবার বেলা ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাজবাড়ী জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করবে।
রবিবার বিকেল ৪ টায় জেলার ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি।
সংগঠনের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষক - কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের কোন বিকল্প নেই। শিক্ষক - কর্মচারীদের কষ্টে রেখে শিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই বাংলাদেশ শিক্ষক সমিতি এ কর্মসূচি গ্রহন করেছে। আমরা আশা করছি আমাদের শিক্ষা বান্ধব ও মানবিক প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন। এ কর্মসূচিতে উপস্থিত থেকে সফল করার জন্য আমি জেলার প্রতিটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
সভায় আরো উপস্হিত ছিলেন সংগঠনের সহ সভাপতি লিটন কুমার নাগ, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, আতাউর রহমান, মোঃ মুরাদুজ্জামান,মৃণাল কান্তি শিকদার, আঃ মজিদ শেখ, শাহজাহান আলী, শামীম শেখ, আফজাল হোসেন, আঃ হাকিম মোল্লা, আঃ রহমান, আঃ রাজ্জাক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441
Copyright © 2024 Daily Bibartan. All rights reserved.