হেফাজতের তাণ্ডব: ৭ দিনের রিমান্ডে মামুনুল হক
logo
ঢাকা, মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেফাজতের তাণ্ডব: ৭ দিনের রিমান্ডে মামুনুল হক

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
এপ্রিল ২৬, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মোহাম্মদপুর ভাঙচুরের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে সোমবার (২৬ এপ্রিল) আদালতে হাজির করা হয় হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে। এদিন মতিঝিল ও পল্টন থানার পৃথক ২ মামলায় তার ১০ দিন করে রিমান্ড আবেদন করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা।

শুনানি শেষে পল্টন থানার মামলায় ৪ দিন ও মতিঝিল থানার মামলায় ৩ দিন করে মোট ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ মামুনুলের গ্রেফতার ও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

জানা যায়, মোহাম্মদপুর থানায় করা চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের ১৯ এপ্রিল সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাতদিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে হাজির করা হয়।

১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।