মুনিয়ার মৃত্যু: বসুন্ধরা এমডির জামিন শুনানি হচ্ছে না
logo
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুনিয়ার মৃত্যু: বসুন্ধরা এমডির জামিন শুনানি হচ্ছে না

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
এপ্রিল ২৯, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না। সেই সাথে হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

এর আগে সোমবার, রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আনভীরের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহতের বড় বোন নুসরাত জাহান দাবি করেছেন, আনভীরের সাথে মুনিয়ার সম্পর্ক ছিল। পাশাপাশি আনভীরের সাথে মুনিয়ার অনেক ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইয়ারল হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।