খুলনার মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন ডুমুরিয়ার উদ্যোগে ইফতার মাহফিল ও পুর্নমিলনী শুক্রবার ২৯শে এপ্রিল নগরীর অভিজাত রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্বে ডুমুরিয়াসহ দেশের সকল শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া করেন সংগঠনের সদস্যবৃন্দ।
মেডিকেল স্টুডেন্টস ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন ডুমুরিয়ার আহ্বায়ক নয়ন পাল এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব সাগর রায়ের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ও বক্তারা করেন মেডিকেল শিক্ষার্থী তিথী মল্লিক তুলি, পূজা বিশ্বাস, আল আমিন, মানস মল্লিক, সৌরভ রায়, সাগর গাইন, আত্মজা মন্ডল, ইফতি উত্তম, মনিকা পাল, মিহির পাল, মৌনতা মিথিলা, শাহীন ইসলাম, আল- আমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441