আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির জন্য বিশ্বকাপ বানিয়েছেন বাংলাদেশের এক যুবক। মাইনুল ইসলাম নামের ওই যুবকের বাড়ি বগুড়ার শিবগঞ্জ জেলায়। ছোট বেলা থেকে তিনি আর্জেন্টিনার ভক্ত। মাইনুলের বানানো কাঠের এই বিশ্বকাপ বানাতে তার সময় লেগেছে প্রায় দেড় মাস।
রোববার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের বানানো বিশ্বকাপটি জনসাধারণের সামনে তুলে ধরেন এই যুবক।
মাইনুল ইসলাম বলেন, মেসিকে আমার খুব ভালো লাগে আমার। তার খেলা সবাই পছন্দ করে। সম্ভব হলে কাতার বিশ্বকাপে গিয়ে মেসির হাতে আমার বানানো কাপটি তুলে দিতাম। কিন্তু তিনি যদি কখনো বাংলাদেশে আসেন, তখন তার হাতে এই কাপ দিতে চাই।
তিনি আরও বলেন, মেসিকে ছাড়া আর কাউকে সেভাবে ভালো লাগে না। যার জন্য রাতের পর রাত কাজ করে এই কাপ বানালাম। এবারের বিশ্বকাপ মেসি-ই পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এই যুবক।
জানা গেছে, মাইনুল পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি। এই কাপ বানিয়ে বগুড়া জেলায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন এই যুবক। বর্তমানে তিনি ঢাকার মান্ডা এলাকায় থাকেন।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441