বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলা রোভারের আয়োজনে ০২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার রাজশাহী শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১০ টায় কোভিড-১৯ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জয়া মারীয়া পেরেরা।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভারের কমিশনার প্রফেসর মোঃ ইলিয়াছ উদ্দিন, রাজশাহী বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ড. মোঃ জহিরুল ইসলাম, জেলা রোভারের ভারপ্রাপ্ত সম্পাদক এস. এম. মুস্তাফিজুর রহমান, জেলা রোভার স্কাউট লিডার মোঃ হেলাল উদ্দিন, জেলা রোভারের সহকারী কমিশনার ড. হাস্না আরা বেগম ও মোঃ মাইনুল ইসলাম, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের আরএসএল আহমেদ সারোয়ার জাহান খান, শাহ মখদুম কলেজের আর এসএল সৈয়দুল আজম এবং মেট্রোপলিটন কলেজের গার্ল ইন রোভারের আরএসএল মাহফুজা খানম।
এ কর্মসূচিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ জন রোভার এবং গার্ল ইন রোভার স্কাউট অংশগ্রহণ করে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা বাজারের মধ্যে ও রাস্তার মোড়ে মোড়ে করোনা বিষয়ে স্বাস্থ্যবিধি মানতে সাধারণ জনগনকে উদ্বুদ্ধ করে ও মাস্ক বিতরণ করে। প্রতিটি দলে একজন রোভার স্কাউট লিডারের নেতৃত্বে ৫ জন রোভার স্কাউট সদস্য ছিল। এ কর্মসূচিতে প্রায় ২০০০ মাস্ক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441