নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের আয়োজনে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এক বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানের প্রারম্ভে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গন থেকে শুরু করে, প্যারিস রোড, শহীদ শামসুজ্জোহা চত্বর হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিন করে। উক্ত র্যালিতে শোভাবর্ধিত করেছিল বীমা সম্পর্কিত জনসচেতনতামূলক নানা ধরনের ফেস্টুন, ব্যানারসহ নানা প্রকার বাদ্যযন্ত্র।
অনুষ্ঠানের বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। র্যালি শেষে জনসচেতনতামূলক আলোচনা সভা এবং কেক কাটা হয়। উক্ত আলোচনা সভায় বীমার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বীমার তাৎপর্য শীর্ষক আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সভাপতি মো: তৌহিদুল আলম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস। সভাপতি মো: তৌহিদুল আলম বলেন, “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবো নিরাপদ”, এ প্রতিপাদ্য কে সামনে রেখে পালিত হচ্ছে ২০২৩ সালের বীমা দিবস। এ দিবস কে সফল করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনষ্ঠান পালন করেছে। মানুষের জীবন ও সম্পত্তির বিভিন্ন ধরনের ঝুঁকি কমাতে বীমার কোন বিকল্প নেই। পেনশন বীমার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে এ শিল্পের বিকাশ সম্ভব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ ইনস্যুরেন্স শিল্পের দক্ষ মানব সম্পদ তৈরীতে তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বীমা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে এ দিবস ও র্যালি অবদান রাখবে বলে আমি মনে করি।"
তিনি তার বক্তব্যে এ দিবসে বীমা প্রতিষ্ঠান, গ্রাহক সহ বীমা শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441