আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম কর্মসূচি হিসেবে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো.সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক ও রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম প্রমুখ।
এরপর পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা, রাবি শাখা ছাত্রলীগসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৭টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি সাংবাদিক সমিতি, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাব, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল প্রভাতফেরীসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এরপর সকাল ১০টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাঙ্কন ও হস্তলিপি প্রতিযোগিতা। উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন প্রফেসর তানজিমা ইয়াসমিন।
এছাড়া সকাল ৮:৩০ মিনিটে রাবি অফিসার সমিতির কার্যালয়ে এবং সকাল ১০:৩০ মিনিটে সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির কার্যালয়ে আলোচনা সভা; একই সময়ে কেন্দ্রীয় কাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা; বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও ভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441