বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতার স্মরণে রাবিতে আলোচনা সভা
logo
ঢাকা, বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতার স্মরণে রাবিতে আলোচনা সভা

রাবি প্রতিনিধি | দৈনিক বিবর্তন
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার বলেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন এবং তিনি যে চেতনা লালন করেতেন গণমানুষের মাঝে সেই আদর্শ ছড়িয়ে দেওয়াই ছিল আলমগীর কুমকুমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তার এই মহৎ উদ্দেশ্যই হোক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মপ্রেরণা।

সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক আনছারুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আজম, শ্রাবন্তী, মোস্তফা, রাসেল, বিলাসসহ সংগঠনের কর্মীবৃন্দ। সভাশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।