রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২১ শুরু হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ড. এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ বাবুল ইসলাম এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু রেজা।
ফিয়েস্টার প্রথম দিনে অফলাইনে প্রজেক্ট শো, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক পেইন্টিং প্রতিযোগিতা এবং রুবিক'স কিউব কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এছাড়া অনলাইনে থ্রি মিনিট প্রেজেন্টেশন ও প্রোগ্রামিং কনটেস্ট হয়।
আগামীকাল (১৬ জানুয়ারি) ফিয়েস্টার দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সায়েন্স এবং স্পেস থট সহ অন্যান্য সেগমেন্ট অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সার্বিক সহযোগীতায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া প্রতিটি সেগমেন্টে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441